ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নোয়াখালী জেলা পরিষদের অপসারিত প্যানেল চেয়ারম্যান আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৭, ১০ নভেম্বর ২০২৪

নোয়াখালী জেলা পরিষদের অপসারিত প্যানেল চেয়ারম্যান আটক

ছবি: মেসেঞ্জার

নোয়াখালী জেলা পরিষদের অপসারিত প্যানেল চেয়ারম্যান ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহারকে আটক করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে সোনাইমুড়ী এক্সিম ব্যাংক থেকে তাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত বাহারকে নোয়াখালী কোর্টে প্রেরণ করা হয়। তাকে জেলার বেগমগঞ্জ উপজেলার মিরালিপুর গ্রামের আসিফ হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান ভিপি বাহার সোনাইমুড়ীর ভানুয়াই গ্রামের শুয়া মিয়ার ছেলে। তিনি নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট সোনাইমুড়ীতে গণ-অভ্যুত্থানে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় মিরালিপুর গ্রামের আমির আলী মুন্সি বাড়ীর মোরশেদ আলমের ছেলে মো. আসিফ (২২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট মৃত্যু তিনি বরণ করে। এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহতের বাবা মোরশেদ আলম বাদী হয়ে নোয়াখালী আদালতে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। 

মামলায় নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম ইব্রাহিম ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন ফয়সালকে আসামী করা হয়। 

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভিপি বাহারকে আটক করে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়।

মেসেঞ্জার/ইয়াকুব/ফামিমা