ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সাতক্ষীরায় স্বর্ণেরবারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০০, ১০ নভেম্বর ২০২৪

সাতক্ষীরায় স্বর্ণেরবারসহ চোরাকারবারি আটক

ছবি: মেসেঞ্জার

সাতক্ষীরায় ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে জানা গেছে।

রোববার (১০ নভেম্বর) ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন রাজধানীর রায়েরবাগ থানার রায়েরবাগ গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার মোঃ মেজবাহ উদ্দিন রুবেলের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোররাতে তুজলপুর এলাকায় অবস্থান গ্রহণ করে। এসময় ঢাকা হতে ছেড়ে আসা যাত্রীবাহী এমআর পরিবহনের একটি কোচ তল্লাশী করে মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) কে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে ডান পায়ের জুতার ভিতরে কস্টেপ দিয়ে পেঁচানো ৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য প্রায় ৫৭ লক্ষ ৫৭ হাজার ৮৭০ টাকা।

তিনি আরো জানান, আটক স্বপনকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

মেসেঞ্জার/ফামিমা