ঢাকা,  শনিবার
২৩ নভেম্বর ২০২৪

The Daily Messenger

নাব্যতায় আরিচা-কাজিরহাট নৌরুটে ৬১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ১১ নভেম্বর ২০২৪

নাব্যতায় আরিচা-কাজিরহাট নৌরুটে ৬১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

ছবি : মেসেঞ্জার

নাব্যতা সংকটের কারণে দীর্ঘ ৬১ ঘন্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে পরীক্ষা মুলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে যানবাহন ও যানবাহন শ্রমিকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসলেও আশংকা কাটেনি ফেরি কর্তৃপক্ষের।

বিআইডব্লিউটিসি'র আরিচা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ নৌপথের ক্লিয়ারেন্স দিলে দীর্ঘ ৬১ ঘন্টা বন্ধ রাখার পর সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে উক্ত নৌরুটে ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

ফারাক্কার বিরূপ প্রভাবের কারনে পদ্মা-যমুনায় দ্রুতগতিতে পানি হ্রাস অব্যাহত রয়েছে। ফলে আরিচা ঘাটের অদূরে চ্যানেলে নতুন নতুন ডুবোচর জেগে এবং চরের মাথা নীচের দিকে আসায় উক্ত চ্যানেলটি সরু হয়ে যাচ্ছে।

এমতাবস্থায় ড্রেজিং কার্যক্রম জোরদার এবং অব্যাহত না রাখলে আবার যে কোন সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যাবার আশংকা রয়েছে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছেন। এসময় ধানসিঁড়ি, চিত্রা, শাহ আলী ও খানজাহান আলী নামের ৪টি ফেরি পরীক্ষা মুলকভাবে পণ্যবাহী ট্রাক বোঝাই করে আরিচা থেকে ছেড়ে কাজিরহাটের উদ্দেশ্য রওয়ানা দেয়।

এসব ফেরি স্বাভাবিকভাবে গন্তব্যে পৌঁছে আবার ফিরে আসলে এবং ডুবোচরে যদি আর আটকে না যায় তাহলে স্বাভাবিক ফেরি সার্ভিস অব্যাহত থাকবে বলে বিআইডব্লিউটিসি অফিস সূত্রে জানা গেছে।

নাব্যতা সংকটের কারণে এসব ফেরিগুলো শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা থেকে সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ৬১ ঘন্টা বন্ধ ছিল। এর আগেও উক্ত নৌরুটে ৩৭ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, বিআইডব্লিটিএর ড্রেজিং বিভাগ উক্ত নৌরুটে স্বাভাবিক ফেরি চলাচলের নিশ্চয়তা দিলে সোমবার দুপুর ১২টার দিকে যানবাহন বোঝাই করে ৪টি ফেরি আরিচা থেকে কাজিরহাটের উদ্দেশ্য ছেড়ে যায়।

মেসেঞ্জার/সামি/তারেক