ছবি : মেসেঞ্জার
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনীর শিকার হয়েছে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মুক্তিযোদ্ধা অ্যাডভোকে আব্দুর রহমান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সাবেক পিপিকে বেধড়ক পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। এই ভিডিও সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পক্ষে-বিপক্ষে ফেসবুকে পোস্ট করে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
রোববার (১০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্বে রয়েছেন। তিনি সিরাজগঞ্জ-৫ আসন এবং জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে আব্দুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নেছা জেবা রহমান জানান, আমি সিরাজগঞ্জ কোর্টে ছিলাম। রবিবার দুপুরের দিকে শুনি তিনি (আব্দুর রহমান) ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে ব্যাপক মারপিট করা হয়েছে।
জানা যায়, অ্যাডভোকেট আব্দুর রহমান বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা দ্রুত সময়ের মধ্যে দেশে চলে আসবেন। বলেই জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনী দিয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাছিরুল আমিন বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হওয়া কিছু লোককে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ করেছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের ৩ নেতা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। তাকে সিরাজগঞ্জে আনার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
মেসেঞ্জার/রাসেল/তারেক