ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

বগুড়ায় ৬দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৭:৪২, ১১ নভেম্বর ২০২৪

বগুড়ায় ৬দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা

ছবি : মেসেঞ্জার

বগুড়ায় ৬দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ। সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টায় এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এতে কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় রেডিওলোজী ২য় বর্ষের শিক্ষার্থীরা জানান, ১৪ বছর যাবৎ মেডিক্যাল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একইসঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার।

ফিজিওথেরাপি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা জানান, আমাদের সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্রাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তর করতে করতে হবে।

এ সময় সরকারের প্রতি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহ্বান জানান অন্য বক্তারা।

সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন ডা. শফিউল আজম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ৬দফা দাবি যৌক্তিক। তবে জেলা ভিত্তিক ভাবে আামদের কিছু করার নাই। আমরা উদ্ধর্তন কতৃপক্ষকে বিষয়টি জানিয়েছি তারা এব্যাপারে সিন্ধান্ত নেবেন।

মেসেঞ্জার/আলমগীর/তারেক