ছবি : মেসেঞ্জার
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়ন সম্পর্কে অবহিতকরণ ও করণীয় বিষয়ে সমাজসেবা অধিফতরের সেবাসমূহ শীর্ষক সেমিনার উপজেলা পরিষদ সভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানের উপজেলা সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা সভা সঞ্চালনায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সমাজসেবা উপপরিচালক মিলটন মুহুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুলা কালাম আজাদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা।
এছাড়া ইউপি চেয়ারম্যান,ইউপি মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপপরিচালক মিলটন মুহুরী বলেন বর্তমানে বান্দরবান জেলার ৭টি উপজেলার প্রতিটি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।
আর্থ সামাজিক জরিপের মাধ্যমে পরিবারগুলোকে তিনটি শ্রেণীতে বিন্যস্ত করা হয়। এ জরিপে পরিবারের বার্ষিক গড় আয় ৫০,০০০ টাকা পর্যন্ত'ক' শ্রেণি, বার্ষিক গড় আয় ৫০,০০১ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত'খ' শ্রেণি এবং বার্ষিক গড় আয় ৬০,০০১ টাকার ঊর্ধে 'গ' শ্রেণি হিসেবে ধরা হয়।
'ক' (অগ্রাধিকার) ও 'খ' শ্রেণিভুক্ত জনগোষ্ঠী ঋণ কার্যক্রমের আওতায় আসেন। পরিবার প্রতি সর্বনিম্ম ৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। ৫% সার্ভিস চার্জসহ সমান ১০টি কিস্তিতে সর্বোচ্চ এক বছর মেয়াদে ঋণ পরিশোধযোগ্য। একজন ঋণ গ্রহীতা প্রয়োজনে সর্বাধিক তিনবার ঋণ গ্রহণ করতে পারবে বলেন জানান।
মেসেঞ্জার/হ্লাছোহ্রী/তারেক