ছবি : মেসেঞ্জার
সোমবার (১১ নভেম্বর) বিলাইছড়িতে কৃষি সম্প্রসার অধিদপ্তর বিলাইছড়ি এর আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, সার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিলাইছড়িতে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ও বসত বাড়িতে বিনামূল্যে হাইব্রিড জাতের শীতকালীন শাকসবজির বিভিন্ন জাতের নীজ, সার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জামশেদ আলম রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কৃষি প্রণোদনা বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আলিমুজ্জামান খান, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত প্রমূখ।
উপজেলায় বিতরণকৃত কৃষি উপকরণের মধ্যে দুই ধরনের কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। তার মধ্যে ৫০ জন প্রান্তিক কৃষককে জনপ্রতি ৮ ধরনের ২০প্যাকেট বিভিন্ন সবজির বীজ (টমেটো, বেগুন, পালংশাক, লালশাক, শিম, লাউ, অন্যান্য শাক ও মিষ্টি কুমড়া) ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ এক হাজার টাকা এবং ১০০ জন কৃষককে জনপ্রতি ৮ ধরনের সবজির বীজ (টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, মরিচ, ব্রকোলি, বেগুন, ফুলকপি ও বাধাকপি) এছাড়াও সার ২০ কেজি ও বীজ বপন বাবদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ ১ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়।
মেসেঞ্জার/অসীম/তারেক