ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যানকে মারধর করেছে বিএনপি নেতা-কর্মীরা

জামালপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৩৯, ১২ নভেম্বর ২০২৪

হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যানকে মারধর করেছে বিএনপি নেতা-কর্মীরা

ছবি : মেসেঞ্জার

জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা শেষে বাড়িতে ফেরার সময় বিএনপির নেতার নেতৃত্বে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনা ঘটছে। মারধরের পর ওই ইউপি চেয়ারম্যানকে উপজেলা পরিষদে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের সামনে সড়কে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার হাতিভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের অভিযোগ, সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা শেষে বিকালে তিনি মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন।

তিনি দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে সড়কে পৌঁছলে দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজুর নেতৃত্বে যুবদলের কর্মী ফারুক মিয়া, মিন্টু, রফিক সহ আরো কয়েকজন অতর্কিত হামলা করে। এ সময় তাকে মারধর করে উপজেলা পরিষদে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, মঙ্গলবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টেলিফোনে কিছুদিন উপজেলা পরিষদে যাতে তিনি না যান।

মারধর ও প্রাণনাশের হুমকিতে থাকা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ নিরাপত্তাহীনতায় রয়েছে। এ ঘটনায় হাতিভাঙ্গা ইউনিয়নবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব অভিযোগ সঠিক না বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু। ইউপি চেয়ারম্যানের সাথে তার দেখা বা কথা কোনটাই হয়নি।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, সোমবার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা হয়েছে। সভা থেকে ফেরার সময় ইউপি চেয়ারম্যানকে মারধরের বিষয়টি তাকে জানানো হয়নি। তিনি টেলিফোনে চেয়ারম্যানকে উপজেলা পরিষদে যেতে না করেছেন এটি সঠিক না। চেয়ারম্যান প্রমান দিতে পারবেন না।

২০২২ সালের (৭ ফেব্রুয়ারি) হাতীভাঙ্গা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কালাম আজাদ।

মেসেঞ্জার/উজ্জ্বল/তারেক