ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রোয়াংছড়িতে কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পে অবহিতকরণ

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ১২ নভেম্বর ২০২৪

রোয়াংছড়িতে কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পে অবহিতকরণ

ছবি : মেসেঞ্জার

বান্দরবানের রোয়াংছড়িতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও ইকোসিস্টেম রেস্টোরেশন এন্ড রেজিলিয়েন্ট ডেভেলপম্যান্ট ইন সিএইটি, ইউ এন ডিপি সহযোগীতায় অন্তর্ভূক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পে উপজেলা পর্যায়ে অবহিতকরণ বিষয়ে উপজেলা পরিষদ সভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানের জেন্ডার এন্ড ইনক্লুসিভ অফিসার ম্যাগডেলিন ত্রিপুরা সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইআরআরডি-সিএইচটি, ইউএনডিপি, ডিস্ট্রিক ম্যানেজার খুশিরায় ত্রিপুরা।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুলা কালাম আজাদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

এছাড়াও ৩৪৯নং ঘেরাউ মৌজার হেডম্যান শৈসাঅং মারমা, প্রকল্প জেলা অফিসার সিংম্যাপ্রু মার্মা, মনিটরিং অফিসার মো. জিলহাজ উদ্দিন, উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর জলপুরী তঞ্চঙ্গ্যা ও প্রকল্প অর্ন্তভূক্ত ১০টি স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি খুশিরায় ত্রিপুরা বলেন, এই প্রকল্পের অর্ন্তভূক্ত স্কুলের আওতায় তৃণমূল পর্যায়ে কোমল মতি শিক্ষার্থীদের জন্য সোলার প্যানেলযুক্ত মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও মিড-টা-ডে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসমেয়র মো.সাইফুল ইসলাম আরো বলেন, উপজেলা পর্যায়ে পিছিয়ে পরা জনগোষ্ঠির ১ম শ্রেণীর হতে ৮ম শ্রেণীর পর্যন্ত ছাত্র-ছাত্রীরা সু-শিক্ষা ব্যবস্থা করতে পারলে উচ্চতর শিক্ষায় আলোকিত হবে বলে মন্তব্য করেন। প্রাথমিক বিদ্যালয়ের যেসব নিয়োগ প্রাপ্ত শিক্ষকদেরকে পরিপূর্ণ প্রশিক্ষণ ব্যবস্থা ও স্কুলের সমস্যারগুলো উর্ধতম কর্মকর্তা সাথে আলোচনায় উথাপন করা হবে।

মেসেঞ্জার/হ্লাছোহ্রী/তারেক