ছবি: মেসেঞ্জার
সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন একই বিভাগের সহকর্মীরা। স্বেচ্ছাচারী আচরণ, বেতন-ভাতা বন্ধ, জাল স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টের টাকা আত্মসাৎ সহ নানান অভিযোগ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফুল আবেদিন কমল'র বিরুদ্ধে মঙ্গলবার (১২ নবেম্বর) বিকেলে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা বক্তব্য রাখেন।
এসময় তাঁদের বক্তব্যে থেকে জানা যায়, তারা সুনামগঞ্জ জেলার সদর উপজেলার স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের অধীনে নয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/ স্বাস্থ্য পরিদর্শক হিসাবে কর্মরত।
তারা জানান, বিগত ২০২২ইং সালে অনুষ্ঠিত কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর টাকা, ইউনিসেফ কর্তৃক অতিরিক্ত দায়িত্বের টাকা ভিটামিন ওরিন্টেশনের বকেয়ার টাকা চাওয়ার কারণে সুনামগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল আবেদীন কমল মাসের পর মাস তাঁদের বেতন-ভাতা ও ২জনের শারদীয় দূর্গোউৎসবের বোনাস বেআইনিভাবে আজ পর্যন্ত বন্ধ করে রেখেছেন।
এসময় তারা উল্লেখ করেন, ইউনিসেফ কর্তৃক অতিরিক্ত দায়িত্বের টাকা জাল স্বাক্ষর দিয়ে এই কর্মকর্তা আত্মসাৎ করেন এবং অতি উদ্ধতভাবে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আসলেও বেতন দেবেন না।
এসময় তারা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল আবেদীন কমল এর অপসারণও করতে হবে। অপসারণ না হলে আগামীতে জেলা ব্যাপী সকল মাঠকর্মচারীগণ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। মানববন্ধনে শহিদুল কবির চৌধুরী, রাখু চৌধুরী, জমিরুল হক, সুলেখা বেগম, ফরিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী, নাজমা বেগম, শিরীনা খাতুন, আইবুন্নেচ্ছা আফেন্দী, শামছুল আলম জুয়েল, প্রমুখ বক্তব্য রাখেন।
এই ব্যাপারে উক্ত কর্মকর্তার বক্তব্য জানার জন্য একধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি!
মেসেঞ্জার/দ্বিপাল/তারেক