ছবি: মেসেঞ্জার
সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিবন্ধীদের প্রতিবন্ধী কার্ড করে দেয়ার নামে জালিয়াতি ও প্রতারণার দায়ে আরেক প্রতিবন্ধী যুবককে ২০ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস জানান, প্রতারণা শিকার সাধারণ মানুষদের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ভ্রাম্যমান আদালতে মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামের সবরউদ্দিন মোড়লের ছেলে সাইফুল ইসলাম (৩০)।
সাইফুলের প্রতারণার শিকার হওয়া মানুষদের বরাতে এসিল্যান্ড অমিত আরও জানান, এই সাইফুল নিজেই একজন প্রতিবন্ধী অথচ সাধারণ প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা’র কার্ড করে দেয়ার নামে অর্থ আত্মসাতসহ নানা ধরণের জালিয়াতি ও প্রতারণামুলক কর্মকান্ড পরিচালনা করে আসতো।
কালিগঞ্জ উপজেলাতেই সাইফুলের প্রতারণার শিকার হয়েছে অন্তত ২৫ জন। ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অবগত হয়ে দোষী ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতে ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
মেসেঞ্জার/আসাদ্দুজামান/তারেক