ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৩, ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:২৬, ১৩ নভেম্বর ২০২৪

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সকাল ৯টা থেকে মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

আন্দোলনকারীরা স্থানীয় তারা টেক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক। এটি টঙ্গীর আউচপাড়া নাইমুদ্দিন মোল্লা সড়কে অবস্থিত। কারখানাটিতে কাজ করেন প্রায় দুই হাজার শ্রমিক। কারখানাটিতে গত অক্টোবর মাসের বেতন বকেয়া। নিয়ম অনুযায়ী চলতি মাসের ৭ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় আজ সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।

পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, বকেয়া বেতনের দাবিতে গত কয়েক দিন কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল। আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন। এরপর সকাল ৯টার দিকে দলে দলে জড়ো হন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটির যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

মেসেঞ্জার/ইএইচএম