ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ঝিকরগাছায় কানের দুলের জন্য শিশু হত্যা, মাদকাসক্ত নারী আটক 

ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১০, ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:২৮, ১৩ নভেম্বর ২০২৪

ঝিকরগাছায় কানের দুলের জন্য শিশু হত্যা, মাদকাসক্ত নারী আটক 

ছবি: মেসেঞ্জার

যশোরের ঝিকরগাছায় সোনার কানের দুলের জন্য সাদিয়া খাতুন (১০) নামে এক শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত এক নারী। চম্পা খাতুন নামে ওই নারীকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে। নিহত সাদিয়া ওই গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমান বাবুর মেয়ে। 

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাৎ করে নিখোঁজ হয় সাদিয়া। দুপুরে ভাত খাওয়ার সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতা থানায় অভিযোগ করেন। এসময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান। এবং ঐদিন দুপুরে গ্রামের কয়েকজন চম্পার সাথে শিশু সাদিয়াকে দেখেছিল।

একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে চম্পার পরিবারের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

ওসি আরও জানান, চম্পা খাতুন একই গ্রামের আনিছুদ্দিন মোড়লের মেয়ে। সে প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। নিহত চম্পার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/আলমগীর/ফামিমা