ছবি: মেসেঞ্জার
নাটোরের লালপুর উপজেলার রামকান্তপুর গ্রামের রফিকুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক সাপের কামড় খেয়ে জীবিত সাপটি ধরে হাসপাতালে হাজির হয়েছেন। তিনি বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
হাসপাতাল ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক রফিকুল ইসলাম মঙ্গলবার (১২ নভেম্বর) গরুর খাবার দিতে গোয়ালঘরে যান। এ সময় ধানের খড় নেওয়ার সময় সেখানে থাকা গোখড়া সাপের বাচ্চা তার হাতে কামড় দেয়। পরে সাপটি ধরে তিনি একটি বালতিতে ভরে প্রথমে স্থানীয় ওঝা ও পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, মঙ্গলবার গোখড়া সাপের বাচ্চাসহ রফিকুল ইসলাম হাসপাতালে আসেন। এ সময় তার ডান হাতের আঙুলে সাপের কামড়ের চিহ্ন দেখা যায়। তবে রফিকুল ইসলামের শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা যায়নি। তাকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেসেঞ্জার/আরিফুল/ফামিমা