ঢাকা,  মঙ্গলবার
১৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পাইকগাছা বাজার মনিটরিং করলেন ইউএনও মাহেরা নাজনীন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ১৩ নভেম্বর ২০২৪

পাইকগাছা বাজার মনিটরিং করলেন ইউএনও মাহেরা নাজনীন

ছবি: মেসেঞ্জার

খাদ্য দ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের অস্থিরতা চলছে বিভিন্ন বাজারে। প্রধান বাজার থেকে শুরু করে গ্রামীণ পর্যায়েও একই অবস্থা। কোনো পণ্যই বাড়তি দামে বিক্রি না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে খুলনার পাইকগাছা পৌরসভার পাইকগাছা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন বাজার মনিটরিং করেন।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় এ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। বাজারের খুচরা বিক্রেতা, মুদি দোকান, মনিহারি দোকান, মাংসের দোকান, মাছ বাজার ও কাঁচামাল বিক্রেতাদের মূল্য নিয়ন্ত্রণের জন্য সচেতন করেন ইউএনও মাহেরা নাজনীন।

তিনি মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ, ডিজিটাল ওজন মেশিন ব্যবহার নিশ্চিতকরণ এবং পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা দেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পেশকার ইব্রাহিম এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/সবুজ/ফামিমা