ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৬, ১৩ নভেম্বর ২০২৪

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

ছবি : মেসেঞ্জার

শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র রাজনৈতিক সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে ফুলবাড়ী উপজেলার কয়েকটি কলেজ ও মাদ্রাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় কর্মসূচীতে শিক্ষার্থীদের সামনে ছাত্র রাজনীতি সম্পর্কে ও জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি নিয়ে বিভিন্ন দিক উপস্থাপন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক আল মামুন।

তিনি মানসম্মত শিক্ষাসহ ছাত্র রাজনীতি সম্পর্কে ও জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি নিয়ে বিভিন্ন দিক তার বক্তব্যে তুলে ধরেন। এছাড়াও তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝ থেকে বিভিন্ন প্রশ্ন গ্রহণ করেন ও তার যথাযথ উত্তর দেন। এতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার বক্তব্য শুনে উপস্থিত শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি সম্পর্কে অনুপ্রাণীত হন।

এ কর্মসূচীতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম হ্যাভেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা ইসতিয়াক জামান অয়ন, ইসতিয়াক জামান অদিতসহ ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেনসহ উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা।

মেসেঞ্জার/আনন্দ/তারেক