ছবি : মেসেঞ্জার
কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসনের আয়োজনে পুকুর পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযানে নেমেছে বিডিক্লিন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে পুকুর পরিস্কার অভিযান-২০২৪ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিডিক্লিন উপজেলা শাখার বাস্তবায়নে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।
বিডিক্লিন উপজেলা সমন্বয়ক মো. বশির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা শাখার সভাপতি কবি, কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান, তিতাস প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক যুগান্তরের কুমিল্লা উত্তর প্রতিনিধি সাংবাদিক মো. কবির হোসেন, 'সৃষ্টি' সংগঠনের অর্থ সম্পাদক তৈয়ব আলী, নবধারা সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. শাহাবুদ্দিন, মনির হোসেন, মোহাম্মদ শান্ত মিয়া, হিলফুল ফুযুল সংগঠনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিল, বিডি ক্লিনের উপজেলা সদস্য এইচআর হৃদয়সহ কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা বিডিক্লিনের নেতৃবৃন্দরা।
দিনব্যাপী অভিযানে তিতাস উপজেলা পরিষদের সম্মুখে দুইটি পুকুরে বর্জ্য পরিষ্কার করতে বিডি ক্লিনের শতাধিক সদস্য এবং জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অর্ধশতাধিক ছাত্রসহ প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে।
এবিষয়ে বিডি ক্লিনের তিতাসের সমন্বয়ক মো.বসির উদ্দিন বলেন, "বিডি ক্লিন বাংলাদেশকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। সারাদেশে প্রতি সপ্তাহে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন বিডি ক্লিনের সদস্যরা।
এছাড়াও জীব বৈচিত্র্য রক্ষা ও মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমাতে দেশের সকল জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার খাল ও ডোবা পরিস্কার অভিযান পরিচালনা করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন কুমিল্লার তিতাস উপজেলা প্রবেশপথে অবস্থিত দুই পাশে পুকুরগুলো পরিচ্ছন্ন কর্মকান্ড শুরু করেছে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় থাকা খাল ও ডোবা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হবে। পরিচ্ছন্নতার এ মহা কর্মযজ্ঞে সকলের সহযোগীতা কামনা করি।"
মেসেঞ্জার/সাগর/তারেক