ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সর্বস্থরের মানুষের ভালোবাসায় বিদায় নিলেন কাপ্তাই ইউএনও

কাপ্তাই প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪২, ১৩ নভেম্বর ২০২৪

সর্বস্থরের মানুষের ভালোবাসায় বিদায় নিলেন কাপ্তাই ইউএনও

ছবি : মেসেঞ্জার

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সর্বস্থরের মানুষের ভালোবাসায় বিদায় জানালো কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন কে। বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই উপজেলা সমন্বিত বিদায় উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিদায় উদযাপন পরিষদের আহবায়ক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু এবং রওশন শরীফ তানির সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায় উদযাপন পরিষদের সদস্য সচিব চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা প্রবীর খিয়াং।

বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, রাঙ্গামাটির জেলা বিএনপির সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার আমীর হারুনুর রশীদ, কাপ্তাই বিএসপিআই এর অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধক্ষ্য এম জাহাঙ্গীর আলম, ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু এবং উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান।

পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেসেঞ্জার/রিপন/তারেক