ছবি : মেসেঞ্জার
চাঁদপুরের হাজীগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি শাখায় ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের কুমিল্লা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জহিরুল ইসলাম ফিতা ও কেক কেটে ‘ইসলামিক কর্ণার' উদ্বোধন করেন।
শাখা ব্যবস্থাপক ম্যানেজার মো. মাশরুর হাসান ভুঁইয়ার সভাপতিত্বে ও কর্মকর্তা মো. কাউছার হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, বিসমিল্লাহ হাসপাতালের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমেদ প্রমুখ।
উদ্বোধনীয অনুষ্ঠানে দোয়া-মাহফিল পরিচালনা করেন, মুফতি মো. আবু তাহের এরং বক্তব্য শেষে ফিতা ও কেক কেটে অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ভিতরে ‘ইসলামিক কর্নার’ এর উদ্বোধন করেন, প্রধান অতিথি ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জহিরুল ইসলাম।
উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে ‘ইসলামিক কর্নার’ স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন।
এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পূবালী ব্যাংক পিএলসি হাজীগঞ্জ পূর্ব বাজার শাখায় একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামিক কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
মেসেঞ্জার/আজাদ/তারেক