ঢাকা,  শুক্রবার
১৫ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ঝিকরগাছায় পিয়াল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ১৪ নভেম্বর ২০২৪

ঝিকরগাছায় পিয়াল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসানের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুটি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে মোবারকপুর গ্রামবাসির ব্যানারে মিছিলটি মোবারকপুর, উপজেলা মোড়, থানা মোড়ে অবস্থান নেয়। পরে স্থানীয় বাসস্টান্ডে এসে মানববন্ধন করে বিক্ষোভকারিরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী নিশাত আক্তার উর্মি, শালক হাসিবুর রহমান রুহিত, সাগর হোসেন বাবুসহ কয়েকজন গ্রামবাসি।

জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খাঁন বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িত ইতিমধ্যে ৪জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকের জন্য আইনশৃংখলা রক্ষাবাহিনীর বিভিন্ন বাহিনী কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে (৯ নভেম্বর) দুপুরে মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসানকে (২৭) কুপিয়ে হত্যা প্রতিপক্ষরা। ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে হল রোডে তাঁর ওপর হামলা করলে দৌড়ে তিনি বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। পরে সেখানে তার ওপর বোমা হামলা ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে স্থান ত্যাগ করে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। ওই রাতে পিয়ালের বাবা কিতাব আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-০৭, তাং-০৯/১১/২০২৪ ইং।

মেসেঞ্জার/আলমগীর/তারেক