ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বদলী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ১৪ নভেম্বর ২০২৪

সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বদলী

ছবি : মেসেঞ্জার

সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফুল আলম কমলকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে, বদলী করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) এর স্বাস্থ্য অঅধিদপ্তর এর মহাপরিচালকের এর পক্ষে পরিচালক প্রশাসন ডাক্তার এ বি এম আবু হানিফা স্বাক্ষরিত এক পরিপত্রে তা উল্লেখ করা হয়। এতে লেখা হয় তাকে সহকারী অধ্যাপক পদে বরিশাল ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি তে বদলী করা হয়েছে।

উল্লেখ্য, ডাক্তার কমলের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মীরা। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার এই  কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন একই বিভাগের সহকর্মীরা।

স্বেচ্ছাচারী আচরণ, বেতন-ভাতা বন্ধ, জাল স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টের টাকা আত্মসাৎ সহ নানান অভিযোগ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফুল আবেদিন কমল'র বিরুদ্ধে।

মেসেঞ্জার/দ্বিপাল/তারেক