ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

চুয়াডাঙ্গায় বিগ বাজারে ট্যাক্সফোর্সের অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৯, ১৪ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় বিগ বাজারে ট্যাক্সফোর্সের অভিযান

ছবি : মেসেঞ্জার

চুয়াডাঙ্গা শহরের মাল্টি শপিং কমপ্লেক্স বিগ বাজারে অভিযান চালিয়েছে ট্যাক্সফোর্স। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় শহরের কলেজরোড বিগ বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে বিগবাজার, খাদ্যপণ্যের ডিলার প্রতিষ্ঠানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর তদারকি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকালে মোছা. খুরশিদা আক্তার খুশি নামের একজন ভোক্তা অভিযোগ করেন, বিগ বাজার থেকে বুধবার (১৩ নভেম্বর) ফার্মফ্রেশের কয়েকটি ম্যাংগো মিল্ক জুস ক্রয় করেন। বাসায় গিয়ে জুস খাওয়ার পর তার মেয়ে দুটো অসুস্থ হয়ে পড়ে ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে অভিযোগকারী দেখতে পান জুসগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে ৬ মাস আগেই। অভিযোগের প্রেক্ষিতে তৎক্ষনাৎ বিগবাজার ও সরবরাহকারী ডিলার প্রতিষ্ঠানে তদারকি করা হয়। বিগ বাজারের ফ্রিজে সংরক্ষিত একই ডেটের আরও ১৫-২০ বোতল মেয়াদ উত্তীর্ণ জুস পাওয়া যায় অর্থাৎ অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ফ্রিজে সংরক্ষণ করে মেয়াদ উত্তীর্ণ জুস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী/ম্যানেজার মো. ফরহাদ আহম্মেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে জরিমানার ২৫ শতাংশ ১২,৫০০/- টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়। এ সময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে ধবংস করা হয়।

পরবর্তীতে ফার্মফ্রেস জুসের সরবরাহকারী ডিলার প্রতিষ্ঠান মেসার্স সাদিক এন্টারপ্রাইজ এ অভিযান পরিচালনা করা হয়। সেখানে তদারকিতে মেয়াদ উত্তীর্ণ উল্লেখিত জুসের পাশাপাশি আরও অনেক মেয়াদ পণ্য জব্দ পণ্য জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ ও সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আবুল হোসেনকে একই ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সহযোগিতায় ছিলেন, মানিক আকবর, সভাপতি, ক্যাব চুয়াডাঙ্গা, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও ওয়ারেন্ট অফিসার  জুলফিকার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

মেসেঞ্জার/লিটন/তারেক