ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

চরফ্যাসনে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ১৫ নভেম্বর ২০২৪

চরফ্যাসনে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২

ছবি : মেসেঞ্জার

ভোলার চরফ্যাসনে একটি চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে আল-আমীন মাঝি (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন চর আফজাল গ্রমের ২নম্বর ওয়ার্ডে মেসার্স মুন্নি চালকলে এ দূর্ঘটনা ঘটে। নিহত আল আমীন ওই গ্রামের মৃত জলিল মাঝির ছেলে।

আহত শ্রমিকরা হলেন, নিহত আল আমীনের সহধর ছোটভাই ফিরোজ (২৫) এবং মেসার্স মুন্নি চালকলের মালিক ও একই গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে মনির মহাজন (৪৫)।

সরেজমিনে জানা যায়, তিন দিন আগে চালকলের চুল্লিটি তৈরি করা হয়েছে। ধান সেদ্ধ করতে প্রতিদিন ভোর ৪টার দিকে আগুন দেয়া হয় চুল্লিতে। স্থানীয়রা জানান, শুক্রবার ভোর পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পান নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন এবং নিহতের ভাই ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। মিল মালিক মনির হোসেন চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সোহেল জানান, ব্রয়লার বিস্ফোরণে ছিটকে পড়া চুল্লি ও ইটের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণে ধান সিদ্ধ করার চুল্লির পাইপটি দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০০মিটার দূরে গিয়ে ছিটকে পড়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসা চরফ্যাসন থানা পুলিশের উপপরিদর্শক ছিদ্দিকুর রহমান বলেন, শুক্রবার ভোর ৫টায় চালকলে বিস্ফোরণের ঘটনায় শ্রমিক আল-আমীন নামের এক জন নিহত হয়েছে এঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মিজানুর রহমান হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কারও অবহেলা থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/সাইফুল/তারেক