ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৮, ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:৫৯, ১৫ নভেম্বর ২০২৪

দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প কুষ্টিয়া (রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি) এর অভিযানে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন থেকে দু'টি বিদেশী পিস্তল ও তার ১২ রাউন্ড গুলি, দু'টি দেশীয় তৈরী ওয়ানশুটার গান ও তার ৭ রাউন্ড গুলি, একটি এয়ারগান ও তার ১১৮ রাউন্ড গুলি, নয়টি ককটেল সহ দেশীয় তৈরি বিপুল পরিমাণ রামদা, হাসোয়া, হাতকুড়াল, ছুরি উদ্ধার হয়েছে।

এসময় পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান (জিমি করিম বিশ্বাস) (২৮), নজরুল করিম বিশ্বাসের ছেলে ও পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ আলী বিশ্বাস (৪০), সাহেব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) কে আটক করা হয়। আটককৃতদের বাড়ি পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। 

সেনাবাহিনী ক্যাম্প কুষ্টিয়া সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনগত রাত ২টার পরে ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ জনের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার পিয়াপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্র গোলাবারুদ উদ্ধার সহ তিনজনকে আটক করে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জগন্নাথপুর গ্রাম থেকে অস্ত্র, গোলাবারুদ সহ তিন জনকে আটক করা হয়। তারা বর্তমানে সেনাবাহিনী ক্যাম্প কুষ্টিয়াতে আছে, কিছু সময় পরে তাদের থানায় নিয়ে আসা হবে এবং আইনগত পদক্ষেপ শুরু হবে।

মেসেঞ্জার/তুহিন/তারেক/এসকে