ঢাকা,  সোমবার
১৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং, সম্পাদক চহ্লামং

থানচি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ১৫ নভেম্বর ২০২৪

থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং, সম্পাদক চহ্লামং

মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতি ও চহ্লামং মারমা সাধারণ সম্পাদক।

বান্দরবানের থানচি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতি এবং দৈনিক কালবেলার প্রতিনিধি চহ্লামং মারমা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মংবোওয়াংচিং মারমা'র সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে আলোচনা করা হয়। একপর্যায়ে সভায় সদস্যদের কন্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছরের জন্য তাদেরকে নির্বাচিত করা হয়।

৮ সদস্য বিশিষ্ট এই কমিটিতে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রেমবো ত্রিপুরা সহ-সভাপতি এবং ইংরেজি দৈনিক পত্রিকা দি ডেইলি মেসেঞ্জার এর প্রতিনিধি চিংথোয়াই অং মারমা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে দৈনিক প্রথম বাংলা প্রতিনিধি মথি ত্রিপুরা নির্বাহী সদস্য, সাপ্তাহিক চট্টবানী প্রতিনিধি শহিদুল ইসলাম নির্বাহী সদস্য, দৈনিক বিকাল বেলা প্রতিনিধি হিমং প্রু মারমা নির্বাহী সদস্য, সাপ্তাহিক মাইণী পত্রিকা প্রতিনিধি কাইথাং খুমী নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

মেসেঞ্জার/ইএইচএম