ঢাকা,  সোমবার
২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

রায়পুরায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৭, ১৬ নভেম্বর ২০২৪

রায়পুরায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ছবি : মেসেঞ্জার

নরসিংদীর রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রায়পুরা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ও বিএনপি`র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে শনিবার (১৬ নভেম্বর) বিকালে রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়।

পরে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রায়পুরা অডিটোরিয়াম মাঠে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব মানিক নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির সদস্য রাহাদ উদ্দিন, চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বরকত আলী, ছাত্রনেতা আব্দুল কুদ্দুস, সাইমুম আহমেদ।

মেসেঞ্জার/কাউছার/তারেক