ঢাকা,  মঙ্গলবার
২৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, সাভার 

প্রকাশিত: ১৮:১৬, ১৬ নভেম্বর ২০২৪

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

ছবি : মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকান্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা রিপন মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত রিপন মিয়াসহ অন্যান্য আসামিদের আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার (১৫ নভেম্বর) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. রিপন মিয়া আশুলিয়ার জামগড়া মোল্লাবাড়ি এলাকার মৃত আলী মিয়ার ছেলে। তিনি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন, আশুলিয়ার বাগবাড়ি মোল্লাবাড়ি এলাকার আমজাদ মিয়ার ছেলে মো. রতন, তাজপুর এলাকার সিদ্দিক হোসেনের ছেলে আমজাদ হোসেন ও নরসিংহপুর এলাকার মনির উদ্দিনের ছেলে শুকুর আলী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ৪ ও ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ করে গুলি ছোড়ে।

এ ঘটনায় সাভার-আশুলিয়ায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা শহীদ ও কয়েক শতাধিক লোক আহত হলে মামলা দায়ের করে পরিবার। এরই একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি রিপন মিয়া। তিনি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের অনুসারী। 

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/নোমান/তারেক