ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ঢাকা-মাওয়া মহাসড়কে ধারালো অস্ত্র দিয়ে চালকের শ্বাসনালী কেটে অটোরিক্সা ছিনতাই

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ১৬ নভেম্বর ২০২৪

ঢাকা-মাওয়া মহাসড়কে ধারালো অস্ত্র দিয়ে চালকের শ্বাসনালী কেটে অটোরিক্সা ছিনতাই

ছবি : মেসেঞ্জার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধারালো অস্ত্র দিয়ে চালককের শ্বাসনালী কেটে হত্যার পর ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে, একটি ফুট ওভার ব্রীজের নিচে থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিকশা চালক আলাউদ্দিন বেপারী (৩৫) সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে প্রতিদিনের মতো ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় নিহত অটোরিকশাচালক আলাউদ্দিন বেপারী। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে রাতে বাড়িতে না ফেরায় একাধিকবার মুঠফোনে যোগাযোগ করা হলেও কোন সারা না মেলায় অপেক্ষায় থাকে পরিবার।

পরে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নিমতলা এলাকা থেকে পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় সনাক্ত করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে, ফলে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে।

আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনত ব্যবস্থা নেয়া হবে।

মেসেঞ্জার/শুভ/তারেক