ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

‘সংখ্যালঘুদের পুঁজি করে রাজনীতি করলেও তাদের জন্য কিছুই করেনি আওয়ামী লীগ’

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ১৬ নভেম্বর ২০২৪

‘সংখ্যালঘুদের পুঁজি করে রাজনীতি করলেও তাদের জন্য কিছুই করেনি আওয়ামী লীগ’

ছবি : মেসেঞ্জার

হিন্দুসহ সংখ্যালঘুদের পুঁজি করে বাংলাদেশে রাজনীতি করেছে আওয়ামী লীগ। অথচ তাদের জন্য কিছুই করেনি দলটি। এমন মন্তব্য করে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পরিবেশবিদ ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র গঠন হলে সেখানে সংখ্যালঘুসহ নারী-পুরুষের কোন বৈষম্য থাকবেনা।

তাই তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নারী-পুরুষ উভয়কেই রাজনীতিতে সমান সমান ভূমিকা রেখে দলের হয়ে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই একটি মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারীদের সকল ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে এবং নারীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মান করতে হবে। কারণ শুধু পুরুষকে দিয়ে এই কাজ সম্ভব না। 

রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন বিএনপি এ মহিলা সমাবেশের আয়োজন করে। মহিলা সমাবেশে আরো উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম ও সদস্য হাওলাদার মুজিবুর রহমান বাবুল ও মাস্টার মুজিবুর রহমান যোয়ারদার।

মেসেঞ্জার/হাসান/তারেক