ছবি : মেসেঞ্জার
ঢাকার সাভারে অবৈধভাবে ট্যানারির বিষাক্ত বর্জ্য পুড়িয়ে হাঁস-মুরগি ও মাছের খাদ্য তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ওই কারখানায় ব্যবহৃত কয়েকটি মেশিন এবং ট্যানারির বিষাক্ত বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভেতরে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের গরুর খামারের পরিত্যক্ত জায়গায় এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাতের অন্ধকারে ট্যানারির উচ্চমাত্রার ক্রোমিয়াম যুক্ত বিষাক্ত বর্জ্য পুড়ে হাঁস-মুরগি ও মাছের খাদ্য তৈরি করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে ওই অবৈধ কারখানাটির বর্জ্য ধ্বংস করা হয়েছে। বর্জ্যগুলো মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। তবে অভিযানের সময় কারখানার কর্মচারীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, আমরা এই জয়গাটি নজরদারিতে রাখবো, যদি কাউকে পাওয়া যায় তাকে আইনের আওতায় আনা হবে। এ ছাড়াও এ ধরনের পণ্য যাতে কেউ তৈরি করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং সাভার মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/নোমান/তারেক