ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কার্তিকের শুরুতেই ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১১:৪৬, ১৭ নভেম্বর ২০২৪

কার্তিকের শুরুতেই ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে

ছবি: মেসেঞ্জার

কার্তিকের শুরু থেকে শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারিদিক। এরইমধ্যে রোববার (১৭ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশা ও শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে জেলায়। কমছে তাপমাত্রাও। বাইছে হিমেল হাওয়া। গত কয়েকদিন ধরেই কুয়াশা পড়ছে উত্তরের এই জেলায়। সঙ্গে হিমেল হাওয়া যোগ হওয়ায় বাড়ছে শীতের অনুভূতি। মাঝরাত থেকে কুয়াশা পড়তে শুরু করছে।

কুয়াশার কারণে ভোরবেলায় সব ধরনের যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আস্তে আস্তে শীত বাড়ায় বেড়ে গেছে শীতের কাপড় বিক্রিও। বিশেষ করে শিশুদের জন্য গরম কাপড় কিনছেন অভিভাবকরা।

কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

মেসেঞ্জার/আরিফ/ফামিমা