ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১২:১৫, ১৭ নভেম্বর ২০২৪

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা

ছবি: মেসেঞ্জার

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৩ বছর ধরে বাসাবাড়িতেই  সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিনের কারখানা গড়ে তুলেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দার ইউনিয়নের যুবলীগ নেতা সেতু হক।

স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘ তিন বছর ধরে প্রশাসনের নাকের ডগায় বসে নিষিদ্ধ পলিথিন কারখানা চালিয়ে আসছে যুবলীগ নেতা। এতদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা নেয় নেই বলে জানা যায়।

এ বিষয়ে পলিথিন কারখানার মালিক সেতু হক বলেন, এতদিন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকায় আমার কারখানার কোন সমস্যা হয়নি। বর্তমানে সরকার পরিবর্তন হওয়ায় কারখানা চালানো একটু কষ্টকর হচ্ছে। দীর্ঘ তিন বছর ধরেই কোন ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ পলিথিন কারখানা পরিচালন করতেছি।

শনিবার রাতে সালান্দর ইউনিয়নের ভূতপাড়া নামক জায়গায় গিয়ে দেখা যায় ,শ্রমিক দিয়ে তিনি পলিথিন উৎপাদন চলতেছে। পলিথিন কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ ৩ বছর ধরেই এভাবেই নিষিদ্ধ পলিথিন কারখানা চালিয়ে আসছে সেতু হক। এতে কোনদিন প্রশাসনিক বা তার সম্মুখীন হতে হয়নি কারখানার মালিক কে। বর্তমান যেখানে বাজারে পলিথিন এর ব্যাগের জন্য অভিযান চালাচ্ছে, সেখানে শহর থেকে তিন কিলোমিটার দূরে অবৈধভাবে গড়ে ওঠা কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন হচ্ছে। এতে প্রশাসনের কোন ধরনের হস্তক্ষেপ দেখা যাচ্ছে না।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনের যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি ।

মেসেঞ্জার/আরিফ/ফামিমা