ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৭, ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:১২, ১৮ নভেম্বর ২০২৪

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

ছবি: মেসেঞ্জার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামুন স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টো গোপী কান্ত ঘোষ (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোপী কান্ত ঘোষ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে। 

জানা যায়, সোমবার ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল মামুন স্পেশাল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। পথে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় পোছলে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা সিলেট মহাসড়কের উপরে উল্টে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক গোপী কান্ত ঘোষকে মৃত ঘোষনা করেন। 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস উল্টো এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বাসচালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। বাস গাড়ীটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মেসেঞ্জার/রিমন/ফামিমা