ছবি: মেসেঞ্জার
ঢাকার আশুলিয়ায় ভুয়া চিকিৎসকের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ পপুলার হাসপাতালের মালিক মুজিবুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-৪। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে, রোববার রাতে ধামরাই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুজিবুর রহমান আশুলিয়ার নাল্লাপোল্লা এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে। এছাড়া নিহত পারভীন বেগম (৩৬) রাজবাড়ি জেলার লক্ষী নারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি তার স্বামী ও চার সন্তান নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দিঘিরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৬ অক্টোবর সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার নিউ পপুলার হাসপাতালে পারভীন বেগম নামে এক প্রসূতির সিজার করার সময় ভুল চিকিৎসায় তিনি মারা যান। এই ঘটনায় স্থানীয়রা ও নিহতের স্বজনেরা প্রসূতির সিজার করা চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় ওই চিকিৎসক স্বীকার করেন তিনি কোনো চিকিৎসক নন, এইচএসসি পাস করে তিনি দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অন্তত হাজারখানেক সিজার করেছেন।
এই ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে ওই ভুয়া চিকিৎসক ও হাসপাতাল মালিক মুজিবুর রহমানের নামে মামলা দায়ের করলে হাসপাতাল মালিক মুজিবুর রহমান গা ঢাকা দেন। পরবর্তীতে রবিবার রাতে ধামরাই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মেসেঞ্জার/নোমান/ফামিমা