ঢাকা,  মঙ্গলবার
১৪ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মেহেরপুরে মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৪, ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:২৬, ১৮ নভেম্বর ২০২৪

মেহেরপুরে মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান গ্রেপ্তার

ছবি: মেসেঞ্জার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও যুবলীগ নেতা মফিজুর রহমান মফিজকে আটক করেছে র‍্যাব।

রোববার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২ টার সময় র‌্যাব-১২, সিপিসি-৩ এর একটি টিম চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করে ।

মেহেরপুরের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সন্ত্রাস সৃষ্টি কারী মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ নেতা সন্ত্রাস দমন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

র‌্যাব জানায়, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান চুয়াডাঙ্গা শহরের হাসপাতালপাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ২ টার সময় অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে চেয়ারম্যান মফিজুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে মেহেরপুর সদর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/চান্দু/ফামিমা