ঢাকা,  শনিবার
২৩ নভেম্বর ২০২৪

The Daily Messenger

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি রেকর্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ১৯ নভেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি রেকর্ড

ছবি : সংগৃহীত

দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত পড়তে শুরু করেছে। ৪-৫ দিন ধরে এখানে শীতের আবহ শুরু হয়েছে। চা-বাগান সমৃদ্ধ শ্রীমঙ্গল উপজেলার সর্বত্র এখন শীতের আমেজ বিরাজ করছে। দিনের বেলায় সুর্যতাপে বেশ গরম অনুভুত হলেও সন্ধার পর থেকেই হালকা শীত অনুভুত হচ্ছে।

শীতের আগমনী বার্তার সাথে সাথে বদলে যাচ্চে এখানকার প্রকৃতির রুপ। তাপমাত্রা নেমে এসেছে ১৪.৭ ডিগ্রিতে। গাছের পাতায় লেগেছে হলুদের আভা। সবুজ ঘাষে পডছে শিশির।

মঙ্গলবার (১৯ নভেম্বর) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অবজারভার মুজিবুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গলের হাইল-হাওরের বড় গাঙ্গিনা সম্পদ ব্যবস্থপনা সংগঠনের সভাপতি মো. মিন্নত আলী জানান, শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারণ্য বাইক্কা বিলসহ হাওর, বিল, জলাশয় ও চা-বাগান লেকগুলোতে শীত শুরুর সাথে সাথে শীতের পাখি আসতে শুরু করেছে।

মেসেঞ্জার/কাজল/তারেক