ঢাকা,  বুধবার
০৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শ্রীমঙ্গলে দু’দিনব্যাপি তথ্য মেলা শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৬, ২০ নভেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে দু’দিনব্যাপি তথ্য মেলা শুরু

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে দু'দিনব্যাপি তথ্য মেলা বুধবার (২০ নভেম্বর) সকালে শুরু হয়েছে। তথ্যমেলায় ২৯টি স্টল স্থান পেয়েছে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

উপস্থিত ছিলেন, টিআইবি'র পরিচালক ফারহানা ফেরদৌস, সহকারি কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাশ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সনাকের এরিয়া কো-অর্ডিনেটর আবুবকর প্রমুখ।

তথ্যমেলায় গণশুনানীতে উপস্থিত সেবা গ্রহনকারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন ও সহকারি কমিশনার সালাউদ্দিন বিশ্বাশ। পরে উপস্থিত ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন স্টল থেকে সেবা গ্রহনকারিদের বিভিন্ন সেবা প্রদান করা হয়।

তথ্য মেলায় যেসব স্টল স্থান পায় সেগুলি হলো, শ্রীমঙ্গল থানা, উপজেলা প্রশাসন, ভূমি অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, হিসাব রক্ষণ অফিস, মৎস্য, কৃষি, প্রাণীসম্পদ, খাদ্য, সমবায়, আনসার ভিডিপি, নির্বাচন অফিস, উপজেলা প্রকৌশলীর অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, শিক্ষা, সমাজসেবা, ফায়ার সার্ভিস, মহিলা বিষয়ক অধিদফতর, পল্লী উন্নয়ন, জনস্বাস্থ্য প্রকৌশল, জালালাবাদ গ্যাস, যুব উন্নয়ন, পরিসংখ্যান, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শণী, তথ্য অধিকারর বিষয়ক ক্যাম্পেইন ও সচেতন নাগরিক কমিটির স্টল।

মেসেঞ্জার/কাজল/তারেক