ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১৫:২৬, ২০ নভেম্বর ২০২৪

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছবি : মেসেঞ্জার

আসুন স্মৃতির সরণি ধরে হারিয়ে যাই সেই দিনগুলোতে এমনই এক অনুভূতিকে অম্লান করে রাখতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নানা আয়োজনে উদযাপিত হচ্ছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক ডা. একে এম আক্তার মোর্শেদ।

বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে শেষ হয়। এরপর ৫৬তম জন্ম দিনের কেক কাটা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে যোগ দেয়া চিকিৎসকরা বলেন, তাদের স্মৃতি জড়িয়ে আছে এই ক্যাম্পাসে। এখানে আসতে পেরে বেশ ভালোই লাগছে।    

মেসেঞ্জার/পান্থ/তারেক