ছবি : মেসেঞ্জার
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৪নং ওয়ার্ডের কয়েকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর মো. টুটুল অভিযোগ করেছেন, জালিয়াতি করে ওয়ারিশ সম্পত্তি হাতিয়েও নেওয়ার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁর এবং ওয়ারিশ পরিবারের সদস্যদের বিরুদ্ধে স্থানীয় সুজাউদ্দৌলা গং মিথ্যা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এর প্রতিবাদে সম্পত্তির প্রকৃত ওয়ারিশগণ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় মহানগরীর তেরখাদিয়া ডাবতলায় জমির উপর সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এক প্রশ্নের জবাবে রাসিকের সাবেক কাউন্সিলর মো. টুটুল বলেন, ‘জমির কাগজপত্র দেখে যদি মনে হয়, আমরা এই সম্পত্তির প্রকৃত ওয়ারিশ বা মালিক নই, তাহলে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর যদি আমরা প্রকৃত মালিক হয়ে থাকি বা ওয়ারিশ হয়ে থাকি তাহলে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সম্পত্তির ওয়ারিশ আবুল হোসেনের ছেলে মোজ্জামেল হক বাক্কার। এ সময় মৃত বয়েন ওরফে মায়নুদ্দীনের মেয়ে শাহনাজ বেগমসহ অন্যান্য ওয়ারিশগণ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে রাসিকের এই সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকারী মো. সুজাউদ্দোলা বলেন, ‘আমরা কাগজপত্র দেখে বৈধ মালিকের থেকে জমি কিনেছি। জমিতে বিল্ডিং করার জন্য নঁকশা ও ডিজাইন পাশ করেছি। কিন্তু সাবেক কাউন্সিলর মো. টুটুল আমাদের জমিতে স্থাপনা নির্মাণে বাঁধা দিচ্ছেন। অথচ তারা এখনো জমির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
তবে পরস্পরের বিরুদ্ধে অভিযোগকারী বিবদমান দু’পক্ষই (সাবেক কাউন্সিলর টুটুল ও মো. সুজাউদ্দোলা) স্বীকার করেছেন বিরোধীপূর্ণ জমি নিয়ে আদালতে পৃথক মামলা চলছে।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তারেক