ছবি : মেসেঞ্জার
চট্রগ্রামের পটিয়ায় আগুন দিয়ে বিরল প্রজাতির ১০টি খেজুর গাছে আগুন পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে (২০ নভেম্বর) রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রামে। এ মর্মান্তিক ঘটনার প্রতিকার চেয়ে আলামপুরেরই অধিবাসী বিশিষ্ট মানবাধিকার কর্মী ডা. দিলীপ দে পটিয়া থানায় অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বিগত (২৯ অক্টোবর) সকাল ৯ ঘটিকার সময় বিরল প্রজাতির ১০টি খেজুর গাছের ৫/৬ ফুট উচ্চতা সম্পন্ন চারা সংগ্রহ করেন ডা. দিলীপ দে। তিনি চারা গুলো এলাকার প্রধান সড়ক সংলগ্ন তার পৈত্রিক নালজমির পার্শ্ববতি সড়কের ধারে রোপণ করেন।
তিনি অভিযোগ করেন, কিছু দুষ্ট প্রকৃতির লোক সম্প্রতি রাতের আধারে গাছগুলো মেরে ফেলার অসৎ উদ্দেশ্যে সাদা পাউডার ছিটিয়ে দেয়। এতে গাছগুলো ক্রমশঃ বিবর্ণ মৃতপ্রায় ও নিস্তেজ হয়ে পড়ে। বিষয়টি তিনি স্থানীয়দের অবহিত করেন। কিন্তু এর ২ সপ্তাহ না যেতেই চক্রটি (৮ নভেম্বর) রাতে খেজুর গাছ গুলোতে আগুন লাগিয়ে দেয়।
বর্তমানে গাছের নিচে ছাই পরিপূর্ণ হয়ে ডালপালা গুলো পুড়ে ধ্বংসস্তূপ হয়ে আছে। এ ব্যাপারে স্থানীয় নন্দারাম পাড়ার কমিটি সভাপতি তপন কুমার দে,র কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিহিংসা পরায়ন হয়ে কে বা কারা এ গাছ গুলোতে আগুন ধরিয়ে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে। এখনো গাছের নিচে পুড়া অংশ বিশেষ স্তুপাকারে আছে।
ডা. দিলীপ দে এ ঘটনার প্রতিকার চেয়ে পটিয়া থানায় (২০ নভেম্বর) অভিযোগ দিয়েছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, গাছে আগুন লাগানোর বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মেসেঞ্জার/রানা/তারেক