ঢাকা,  বৃহস্পতিবার
২১ নভেম্বর ২০২৪

The Daily Messenger

নোয়াখালীতে বিএনপি নেতাকে না পেয়ে তার মাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪০, ২১ নভেম্বর ২০২৪

নোয়াখালীতে বিএনপি নেতাকে না পেয়ে তার মাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

ছবি : মেসেঞ্জার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি নেতাকে না পেয়ে তার মাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতম্বরপুর গ্রামের খামার বাড়ীতে বাড়ীতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে পরিদর্শনে জানা যায়, দেওটি ইউনিয়ন বিএনপি নেতা ও পিতম্বরপুর গ্রামের খামার বাড়ীর ডা. হাবিবুর রহমানের ছেলে আবদুল আজিজ ইউনিয়নের বেশ কয়েকটি অনুষ্ঠানে সন্ত্রাসীদের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে বক্তব্য দেন।

বুধবার সন্ধ্যায় গুগশিল গ্রামের একটি অনুষ্ঠানে তিনি পুনরায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম কিং মোজাম্মেল ও তার অনুসারিদের হুশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান চলাকালে রাত ১১টার দিকে একই গ্রামের মনগাজী পাটোয়ারী বাড়ী (কিং মোজাম্মেল বাড়ী) নুর বক্সের ছেলে আজগর, জাহাঙ্গীর আলমের ছেলে আলী, জাহাঙ্গীর মেম্বারের ছেলে তারেক, আনোয়ার, মানিক, খোরশেদ, শাকিল, ফারুক, জাহাঙ্গীর মেম্বারসহ ৩০-৪০ জন অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়।

আবদুল আজিজকে না পেয়ে তার মা নুর নাহার আক্তার বেবি (৬০) কে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় আহত হয় নারগিস আক্তার বৃষ্টি, আসমা আক্তার রিয়া। ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন আসবাবপত্র। হামলাকারীরা বিভিন্ন বিস্ফোরণ ঘটনায় বলে জানান স্থানীয়রা।

হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর নাহার আক্তার বেবিকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷ এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিএনপি নেতা আবদুল আজিজ বলেন, আমি দীর্ঘদিন থেকে সন্ত্রাসী কিং মোজাম্মেল ও তার অনুসারিদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। যার কারণে সঙ্গ বদ্ধ ভাবে আমার বাড়ী হামলা করে আমার মাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। 

এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম বলেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/ইয়াকুব/তারেক