ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

হাজীগঞ্জে ৯ কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:১২, ২২ নভেম্বর ২০২৪

হাজীগঞ্জে ৯ কিশোর গ্যাং সদস্য আটক

ছবি : মেসেঞ্জার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানা মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে হাজীগঞ্জ উপজেলাসহ পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক।

হাজীগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মমদ মহিউদ্দিন ফারুক জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় হাজীগঞ্জ থানা পুলিশ পৌর শহরের রেল লাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জন কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করে।

এর মধ্যে যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হবে। এর পূর্বেও হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে আরো ৯ জন কিশোরগ্যাং সদস্যকে আটক করা হয়েছিল।

মুহাম্মদ মহিউদ্দিন ফারুক আরো জানান, কিশোর গ্যাং, মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/আজাদ/তারেক