ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২০, ২৩ নভেম্বর ২০২৪

শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট  শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে জয়পুরহাট জেলা শাখার ২৫-২৬ সালের সভাপতি এ্যাড. মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক এ্যাড. আসলাম হোসেনসহ মোট ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট শাখার সভাপতি এ্যাড. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানি। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জয়পুরহাট  শাখার প্রধান উপদেষ্টা এবং জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, উপদেষ্টা রাশেদুল আলম সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এ্যাড. আসলাম হোসাইন প্রমুখ।

সম্মেলন শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিকের সামাজিক নিরাপত্তা বেতন ভাতা ছুটি সহ অন্যান্য মৌলিক দাবি পূরণ করা, শ্রমিকদের সামগ্রিক সুরক্ষা নিশ্চিত করা, শ্রম আইন সংশোধন ও যুগোপযোগী করা, শ্রমিকদের স্বাস্থ্য বীমা নিশ্চিত করাসহ ২৪ দফা দাবি প্রস্তাব করা হয়।

মেসেঞ্জার/মামুন/তারেক