ঢাকা,  শনিবার
২৩ নভেম্বর ২০২৪

The Daily Messenger

বোয়ালখালীতে সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ল সাতটি ঘর

বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৩:২৪, ২৩ নভেম্বর ২০২৪

বোয়ালখালীতে সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ল সাতটি ঘর

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্য রাতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে সাতটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

শনিবার (২৩ নভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা ৩ নম্বর ওয়ার্ড খুইল্যা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

এতে মো. রাসেল (৩৩), জাহেদুল আলম রাশেদ (৩৮), মুছা চৌধুরী (৬০), কুলসুমা বেগম (৭৫), ইউসুফ চৌধুরী (৬৫), মো. হোসেন (৬৭) ও মো. জাহাঙ্গীর আলম (৪২) এর ঘর পুড়ে যায়।

স্থানীয়রা বলেন, আগুন লাগার পর মধ্য রাতে মানুষের চিৎকার শুনে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাত পরিবারের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। পরনের এক কাপড় পড়েই সবাই বের হয়ে যান ঘর থেকে। ঘরের আসবাব পত্র, টাকা স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, রাতে আগুন দেখে সবাই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে যায়। টাকা পয়সা, আসবাবপত্র, স্বর্ণালংকার কিছুই বের করতে পারেননি তারা। 
 
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

মেসেঞ্জার/নঈম/এসকে/ইএইচএম