ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির জনসমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৪, ২৩ নভেম্বর ২০২৪

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির জনসমাবেশ

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় শহীদ আলাউদ্দীন শিশু পার্কে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশের আয়োজন করা হয়।

পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজি মাহাবুব আলম এর সভাপতিত্বে ও এড. জলিলুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা মো. নেছারুল হক, প্রধান বক্তা ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সাবেক পৌর মেয়র জেলা বিএনপির সিনিয়র সদস্য মোস্তাক আহম্মেদ পিনু।

জনসমাবেশে সকাল থেকে পটুয়াখালীর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা কর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে পটুয়াখালী শহরের এলাকার অলিগলি গুলো এসময় মিছিল নিয়ে সমাবেশে মিলিত হয় পটুয়াখালী জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল মৎস্যজিবীদল মহিলাদল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মেসেঞ্জার/মানিক/তারেক