ঢাকা,  শনিবার
২৩ নভেম্বর ২০২৪

The Daily Messenger

নওগাঁয় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ২৩ নভেম্বর ২০২৪

নওগাঁয় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

ছবি : মেসেঞ্জার

জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে নওগাঁয় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন এর আয়োজন করে।

সভায় জেলা প্রশাসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সিভিল সার্জন  ডা. নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, আন্দোলনে শহীদ মাহফুজ আলম শ্রাবনের ভাই মোস্তাফিজুর রহমান, গুলিবিদ্ধ আহত নাহিদ হাসানসহ অন্যান্যরা।

পরে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল তাঁর বক্তব্যে বলেন, আবু সাঈদ, মীর মুগ্ধদের আত্মত্যাগ ছিল সাহসের প্রতিক। তাদের আত্মত্যাগের মাঝেই ছিল শোষণহীন ও বৈষম্যহীন সমাজ গঠনের সংকল্প। সেটা আমাদের ভুলে গেলে চলবে না।

মেসেঞ্জার/বেলায়েত/তারেক