ঢাকা,  শনিবার
২৩ নভেম্বর ২০২৪

The Daily Messenger

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা সহ ২ জন গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৪, ২৩ নভেম্বর ২০২৪

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা সহ ২ জন গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা মিন্টু (৩৭) ও সদস্য রাব্বানী রানা (২৭) নামের দুইজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৮ ও ২৯ সেপ্টেম্বরে নওগাঁ শহরে দুটি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় নওগাঁ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা (২৯ অক্টোবর) ঢাকার আশুলিয়া থানা এলাকা হতে মাহাবুব মন্ডল নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ডাকাতের তথ্য মতে শুক্রবার (২২ নভেম্বর) গভীর রাতে গাজীপুর জেলার কালিকাকইর থানা এলাকা হতে ডাকাত দলের মূলহোতা মিন্টুকে আটক করা হয়। মিন্টু নাটোর জেলার সিংড়া থানার বিলদহর গ্রামের নামাজ আলীর ছেলে।

তার দেওয়া তথ্য মতে কুখ্যাত ডাকাত রাব্বানী রানাকে নওগাঁ শহরের ইদুর বটতলীর ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাব্বানী একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলমসহ পুলিশের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/বেলায়েত/তারেক