ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

দোয়ারাবাজারে ৫২ বস্তা চিনিসহ দুই আসামি গ্রেফতার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৩, ২৩ নভেম্বর ২০২৪

দোয়ারাবাজারে ৫২ বস্তা চিনিসহ দুই আসামি গ্রেফতার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৫২ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দোয়ারাবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় দোয়ারাবাজার থানার ওসি মোঃ জাহিদুল হকের দিক নির্দেশনায় এবং এসআই মোহাম্মদ আতিয়ার রহমান ও  এএসআই সুমন চন্দ্র দেবের নেতৃত্বে ফোর্সসহ অভিযান পরিচালনা করে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়।

আসামীরা হলেন, নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আজর আলীর পুত্র আছকির আলী (৪০) ও একই গ্রামের আব্দুর নুরের পুত্র মোঃ মাইনুদ্দিন (২৫)। এসময় তাদের বসতঘর থেকে আনুমানিক ২,৬০,০০০ টাকা বাজার মূল্যের  ৫২ বস্তায় সর্বমোট ২৬০০ কেজি ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করে জব্দ করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, ‘অবৈধ চিনিসহ আসামী আছকির আলী ও মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০১টি মামলা রুজু করা হয়েছে।’

মেসেঞ্জার/আশিস/ইএইচএম