বর্ণিল আয়োজনে, নাচে-গানে,উচ্ছ্বাসে ও সম্মাননা প্রদানের মধ্যদিয়ে জাঁকজমকপূর্ণভাতে রাঙামাটিতে সংবর্ধনা প্রদান করা হয়েছে পাহাড়ের ফুটবল তারকা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রুপনা চাকমা তিন সাফজয়ী নারী ফুটবলারদের। শনিবার সকালে রাঙামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং সেনাবাহিনী রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ ও জেলা পুলিশ প্রশাসন এর সার্বিক সহযোগিতায় সংবর্ধনা প্রদান করা হয়।
মারী স্টেডিয়ামে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আগে সকাল ১০টার দিকে ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে তিনটি ট্রাকে করে সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রুপনা চাকমাদেরকে শোভাযাত্রার মাধ্যমে রাঙামাটি পুরো শহর প্রদক্ষিন করে মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয়। পরে নগদ টাকাসহ সম্মাননার স্মারক প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারী জয়া চাকমাসহ পাহাড়ের ফুটবলারদের অভিভাবক বীরসেন চাকমাসহ রাঙামাটিতে ফুটবল অঙ্গণে ভূমিকা রাখা কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসন পক্ষ থেকে প্রতি খেলোয়ারদের ১ লাখ টাকা করে তিনজনকে ৩ লাখ টাকা, সেনা রিজিয়নের পক্ষ থেকে প্রতি খেলোয়ারদের ১ লাখ টাকা করে তিনজনকে ৩ লাখ টাকা এবং জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি খেলোয়ারদের ১ লাখ টাকা করে তিনজনকে ৩ লাখ টাকা অর্থ্যাৎ মোট ৯ লাখ টাকা প্রদানসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় জেলা পুলিশের পক্ষ থেকেও সম্মাননা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রি জেনারেল শওকত ওসমান, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানসহ আরো অনেকে।
মেসেঞ্জার/সুপ্রিয়/ইএইচএম