ঢাকা,  রোববার
২৪ নভেম্বর ২০২৪

The Daily Messenger

অন্তবর্তীকালীন সরকারের সংস্কারের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র পুর্নগঠন হবেঃ নুরুল আমিন

চট্টগ্রাম (মিরসরাই প্রতিনিধি)

প্রকাশিত: ২১:২৯, ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:৫৭, ২৩ নভেম্বর ২০২৪

অন্তবর্তীকালীন সরকারের সংস্কারের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র পুর্নগঠন হবেঃ নুরুল আমিন

অন্তবর্তীকালীন সরকারের সংস্কারের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র পুর্নগঠন হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন।মিরসরাইয়ের মিঠানালাতে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। ১০ নং মিঠানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মী সমাবেশ শুক্রবার ২২ শে নভেম্বর বিকাল ৪ টায় বর্ণমালা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে তরিকুর রহমান বাবু ও এমরান আনোয়ার এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন, প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক এম,ডি ফখরুল ইসলাম, বিশেষ অতিথি মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ রেজাউল রহমান চৌধুরী তপন,সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরী মানিক,উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব  মোহাম্মদ আহসানুল আনোয়ার চৌধুরী মুন্না,উপজেলা বিএনপি সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম বাচ্চু।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল,উপজেলা মহিলা দলের সভাপতি জোবাইদা শিরিন, সাধারণ  সম্পাদক শাহনাজ পারভিন স্বপ্না, মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাপ্পি, মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম এফ রহমান সহ সকল স্তরের নেতাকর্মীরা।

মেসেঞ্জার/বাবুল/ইএইচএম